Free 10 Minute School HSC ICT Crash Course Download 2022
আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটরগন
ইতি মধ্যে SSC – 21 ব্যাচের পরীক্ষা শেষ হয়েছে, এখনও কলেজ ক্লাস শুরু হতে বেশ কয়েকদিন বাকি, তাই এই অবসর সময়টা কাজে লাগাতে নিয়ে এসেছে টেন মিনিট স্কুলের (HSC ICT Crash Course) যার মাধ্যমে একজন শিক্ষার্থী কলেজ খোলার পূর্বেই তার HSC আইসিটি সিলেবাস শেষ করে ফেলতে পারবে।
যেহেতু আইসিটি ক্লাসগুলো বেশ মজার সাথে শেষ করা সম্ভব তাই একজন শিক্ষার্থী বাসায় বসেই ৪৮ টি লাইভ ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে HSC ICT তে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবে৷ আর তাছাড়াও এই কোর্সে ৬ টি এক্সাম নেয়া হবে, যা নিজেকে যাচাই করতে সাহায্য করবে, রিডিং ম্যাটেরিয়াল হিসেবে ৬ টি এক্সলুসিভ লেকচার শীট PDF আকারে দেয়া হবে যা দেখে সে যেকোনো সময় রিভিশন দিয়ে নিতে পারবে সম্পূর্ণ কোর্সটি৷ (10 minute school hsc crash course 2022)
Table of Contents
10 Minute School More Course
- 10 Minute School Web Design Course By Fahim Murshed
- 10 Minute School IELTS Course By Munzereen Shahid
কলেজ শুরু হয়ে গেলে আলাদাভাবে আইসিটি পড়ার জন্য সময় বের করা বেশ কঠিন হয়ে যায়। কেননা বিভাগ ভিত্তিক বিষয়গুলোতে পড়াশোনার বেশ চাপ থাকে৷ তাই এই মূহুর্তে আইসিটি শেষ করে ফেলতে পারলে অনেকটা নির্ভার থাকবে কলেজ জীবন৷
আইসিটিতে আছে প্রোগ্রামিং এর মতন মজার অধ্যায়, যা ছাত্র-ছাত্রীকে নতুন জ্ঞান চর্চায় আকৃষ্ট করবে আর বড় স্বপ্ন দেখতে শেখাবে৷ আর আমাদের কোর্সে ক্লাস নিবেন বুয়েট CSE তে পড়ুয়া ইমরান মোস্তফা ভাইয়া ও অস্ট্রেলিয়ায় সাইবার সিকিউরিটি বিষয়ে অধ্যয়নরত সুলেরি সাত্তার আমিন ভাইয়া তাই আইসিটিকে মজার সাথে পড়ার জন্য এটাই উপযুক্ত সময় এবং পার্ফেক্ট কোর্স৷(10 minute school ssc crash course 2022)
10 Minute School এর HSC ICT Crash Course
কোর্সটি কাদের জন্য
- যারা SSC এর পরের সময়টাকে প্রোডাক্টিভ কাজে লাগাতে চাইছো
- যারা HSC তে নিজেকে বাকিদের তুলনায় এগিয়ে রাখতে চাইছো
- যারা প্রোগ্রামিং শিখার সূচনা করতে চাইছো এখন থেকেই এবং ভবিষ্যতে প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে চাও৷(10 minute school course free download)
কিভাবে ফেসবুকে বাংলা এবং ইংলিশ মিক্স নামে আইডি খুলবেন।
কোর্সটি করে কি লাভ
- কোর্সটি অভিজ্ঞ দুইজন শিক্ষক নিবেন, তাই তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করে আইসিটির আদ্যোপান্ত বুঝে নিতে পারবে।
- আইসিটি কোর্সটি এখন করে ফেললে তা তোমাকে HSC তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ার চাপে নির্ভার রাখবে৷
- কোর্সটির মাধ্যমে তুমি আধুনিক প্রযুক্তির অনেক বিষয় জানতে পারবে এবং প্রোগ্রামিং শিখতে পারবে৷(robi 10 minute school online course)
10 Minute School HSC ICT Crash Course কোর্সটির বিবরনঃ
- কোর্সের নামঃ (HSC ICT Crash Course)
- কোর্স শিক্ষকবৃন্দঃ Emran Mostofa And Sulary Sattar Amin
- সর্বমোট ভিডিওঃ ৪৮ টি
- সর্বমোট এক্সামঃ ০৬ টি
- লেকচার শিটঃ ০৬ টি
Download Link: Google Drive
File Password: Nirob#22
আমাদের শেষ কথাঃ
আমাদের সহপাঠী অনেকে আছে যারা কিনা অর্থের অভাবে (hsc crash course 2022) কোর্সটি করতে পারতেছে না। তাদের কথা মাথায় রেখে আমরা এই কোর্সটি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এই কোর্সটি ক্রয়-বিক্রয় করা থেকে বিরত থাকুন। এবং আমাদের যে সকল বন্ধু-বান্ধব অর্থের অভাবে কোর্স কি করতে পারতেছে না তাদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ
76rtum